আবুল হাসান ফায়েজ মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ গ্রামীণ আধিপত্য বিযয়কে কেন্দ্র করে প্রতিহিংসার আগুনে পুড়ল এক কৃষকের ৫ গরু।এরমধ্যে ৩ টি গরু আগুনে পুড়ে মারা গেছে ২ টির অবস্থা সংকটাপন্ন। গরু সহ ওই কৃষকের ১০/১২ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে কৃষক ফিরোজ মিয়া এখন বাকরুদ্ধ।
গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের কৃষক ফিরোজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস ছাত্তার জানান, খুবই নির্মম ঘটনা। পশুর প্রতি মানুষের এমন আচরন যারা করেছে তারা পশুর চেয়ে অধম।ক্ষতিগ্রস্থ কৃষক ফিরোজ মিয়া জানান, দীর্ঘদিন যাবত নারায়নপুর গ্রামে গোষ্টিগত দ্বন্দ চলছিল।
এর জের ধরে নারায়ণপুর গ্রামে আলাউদ্দিন মিয়ার লোকজন শনিবার রাতে তার ঘরেআগুন ধরিয়ে দেয়। এতে তার ৩ টি গরু পুড়ে মারা যায়। ২ টি গরুর অবস্থা করুন।মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় মামলা নেওয়া হচেছ।