চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাল্লা রেল স্টেশন গাজীপুর গ্রামের আব্দুল আলীর পুত্র জমির আলী (২৫) নামে এক যুবক বসতঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায়, বুধবার রাত দেড়টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাল্লা রেল স্টেশন গাজীপুর গ্রামে জমির আলী (২৫) বসতঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার পরিবার ও স্থানীয় এলাকাবাসীরা চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জমির আলীর লাশ উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পরে দুপুরের দিকে জমির আলীর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে আদালতের আদেশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট জমির আলীর লাশ হস্তান্তর করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, জমির আলী একজন মানসিক রোগী ছিলেন।