উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রুকনপুর নামক স্থানে গতকাল মঙ্গলবার সকালে বাসের ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে।
নিহতরা হল, সিলেট জেলার জনন্তাপুর উপজেলার ছইয়া গ্রামের আহছান উল্লাহর ছেলে নুরল ইসলাম (২৬) ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে সবুজ আহমদ (২০)। ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্বার করে পোষ্টমর্টেম রির্পোটের জন্য মর্গে প্রেরন করে।
জানাযায়, নিহতরা মঙ্গলবার সকালে তাদের আত্বীয়ের বাড়ী থেকে বেড়িয়ে তাদের বাড়ীর উদ্যেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে উল্লেখিত স্থানে পৌছামাত্র বিপরীত দিক থেকে ছেড়ে ঢাকাগামী একটি যাত্রবাহী বাসের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতদের উদ্বার করে লাশ পোষ্টমর্টেমের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।