মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ‘ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম – সিএমএফ’।
সোমবার (১৮ জুন ২০১৮) দুপুরে মৌলভীবাজার শহরে বন্যাদুর্গত কয়েকশত পরিবারের মাঝে সিএমএফ সদস্যরা ত্রাণসামগ্রী বিতরণ করেন।
সিএমএফ’র উপদেষ্টা যুক্তরাজ্যের সাংবাদিক মুনজের আহমেদ চৌধুরী ও আহমেদ বখত রতনের সহযোগিতায় ও সিএমএফ’র সভাপতি এমদাদুল হক এর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন সিএমএফ’র সাধারণ সম্পাদক তানভীর আঞ্জুম আরিফ।
এসময় ত্রাণসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সিএমএফ’র বদরুল আলম চৌধুরী, সোহেল আহমদ ও মুবিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও ত্রাণ বিতরণকালে সাথে ছিলেন -মোজাহিদ উদ্দিন, তানজিম আহমদ, তানিম আহমদ, ফাহিম আহমদ, সপ্নিল দত্ত তন্ময় ও মিঠুন সরকার প্রমুখ।