বাহুবল প্রতিনিধি ॥ আগুনে ঝলসে যাওয়া গৃহবধু রুবিনার পাশে দাঁড়াল সংযুক্ত আরব আমিরাতস্থ “প্রবাসী বাহুবল ঐক্য সংস্থা”।
বৃহস্পতিবার দুপুরে সংস্থার প্রচার সম্পাদক সাহাবউদ্দিন শিহাব ফেসবুক গ্র“প ‘পার্লামেন্ট অব বাহুবল’-এর এডমিন শুভ্র দেব অভিকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হয়ে অগ্নিদদ্ধ রুবিনার চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন অগ্নিদদ্ধ রুবিনার পক্ষে টাকা গ্রহণ করেন।
উল্লেখ্য, উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের দিনমজুর সবুজ মিয়ার স্ত্রী রুবিনা আক্তার গত ৭ মাস পূর্বে শীতের সকালে আগুন পোহাতে গেলে শরীরের আগুন ধরে যায়। ঐ ঘটনায় তার শরীরের প্রায় ৯০% অংশ ঝলসে যায়। পরে দিনমজুর সবুজ মিয়া বিভিন্নজনদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে চিকিৎসা চালিয়ে নেয়ার চেষ্টা করেন। কিন্তু দরিদ্র দিনমজুর সুবজ আলীর দ্বারা ৯০% শরীর ঝলসে যাওয়া স্ত্রী রুবিনার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারে নজরে আসলে তিনি মৃত্যুপথ যাত্রী রুবিনার চিকিৎসার সহায়তা বাবদ নগদ ত্রিশ হাজার টাকা তুলে দেন এবং রুবিনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি করান। তখন তিনি ঝলসে যাওয়া অসহায় রুবিনাকে সুস্থ্য করে তুলতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান। এ আহ্বানে সাড়া দিয়ে অগ্নিদদ্ধ রুবিনার পাশে দাড়ায় প্রবাসী বাহুবল ঐক্য সংস্থা।