স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ সরকার দরিদ্র ও মেহনতী মানুষের জন্য কাজ করে।
এ সরকারের আমলে কোনো মানুষ না খেয়ে থাকে না। তিনি আরো বলেন, দরিদ্র জনগোষ্ঠীর খাবার নিশ্চিত না করে শেখ হাসিনা নিজে খাবার গ্রহণ করেন না। আর বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশের মানুষের সম্পদ লুটপাটের পাশাপাশি এতিমের টাকা আত্মসাত করেছেন। তাই জনগণ তাদেরকে বিশ্বাস করে ভোট দেয় না।
গত মঙ্গল ও বুধবার হবিগঞ্জ সদর এবং শায়েস্তাগঞ্জের ৯টি ইউনিয়ন ও দুইটি পৌরসভায় ২৯ হাজার ২৩৯ জন লোকের হাতে ঈদ উপলক্ষে ভিজিএফ এর চাউল তুলে দেয়ার সময় এসব কথা বলেন।
এ সময় তার মাধ্যমে হবিগঞ্জের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেয়ার আহবান জানান। চাউল বিতরণকালে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।