নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর মঞ্চ নাটক ‘অপ্রাকৃতিক প্রকৃতি’ ৩ দিনের মঞ্চায়ন চলছে।
বৃহস্পতিবার থেকে সংগঠনের ‘দেশমঞ্চে’ নাটকটির মঞ্চায়ন হচ্ছে প্রতিদিন সন্ধা সাতটায়।
আজ শনিবার শেষ দিন। প্রতিদিন প্রচুর দর্শক নাটকটি উপভোগ করছেন।
ড: মুকিদ চৌধুরীর রচনা ও নির্দেশনায় নাটকটিতে সহনির্দেশনা দিয়েছেন রাজু বিশ্বাস।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হারুন সাঁই, জনি রানী দাসঁ, মিজানুর রহমান সুমন, কাকলী চৌধুরী, আল আমিন, শাহীন আহমেদ, হাবিবুর রহমান জুসেফ, রুমি আক্তার, সিরাজুল ইসলাম প্রমুখ।
নাটকে কলাকৌশলী হিসাবে কাজ করছেন জিতু আহমেদ মাখন, সুজন চৌধুরী, মুখলেছুর রহমান, ফখরুল হামিদ, নুরুল হক, ফারুক দেওয়ান, ওয়াহিদ, শামিম, দেলোয়ার, আক্তার, বাবুল প্রমূখ।
নাটকটি প্রযোজনা অধিকর্তা এডভোকেট হুমায়ুন কবির সৈকত।