চুনারুঘাট(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের সাতঘড়িয়াগাও এর গ্রামীন ১ কিলোমিটার কাচারাস্তার বেহাল দশায় পরিনত হয়েছে।
রাত পোহালেই সাতঘড়িয়াগাও এর মানুষ এবং মটরসাইকেল, অটোরিক্সা টমটম, মটর চালিত রিক্সা এই কাচারাস্তা দিয়ে চলাচলে জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। ওই গ্রামের দিদার মিয়া, নানু মিয়া, ডাঃ সজল দেবনাথ জানান, এই গ্রামীন জনপদের ১ কিলোমিটার এই রাস্তার এখনো কাচারাস্তা। সামান্য বৃষ্টি হলেই এই রাস্তা কাদায় পরিনিত হয়ে চলাচলে অযোগ্য হয়ে পড়ে। সে দিকে কর্তৃপক্ষের কোন সুদৃষ্টি নেই।
এই রাস্তার সংস্কারের জন্য রানীগাও ইউনিয়ন পরিষদে দাবি জানিয়েছেন এলাকাবাসী কিন্তু এখন পর্যন্ত রাস্তাটি সংস্কার হয়নি এতে করে এলাকার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি সামান্য বৃষ্টি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এবিষয়ে রানীগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল মোমিন চৌধুরী ফারুক বলেন, অচিরেই রাস্তাটি সংস্কার করা হবে।