নিজস্ব প্রতিনিধি : অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরিসহ বিভিন্ন অপরাধে হবিগঞ্জের লাখাই উপজেলার তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (১১ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কালাউক ও বুল্লা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন অধিদফতর হবিগঞ্জের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
সহকারী পরিচালক জানান, অভিযানে ঢাকনাবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরি ও ইফতার সামগ্রীতে ক্ষতিকর রং ও রাসায়নিক মেশানোর অপরাধে কালাউক বাজারের মিসির আলী রেস্টুরেন্টকে পাঁচ হাজার, বিসমিল্লাহ হোটেলকে তিন হাজার ও বুল্লা বাজারের নিউ মাতৃ মিষ্টান্ন ভাণ্ডারকে সাত হাজারসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিধান কুমার সোম ও লাখাই থানা পুলিশের সদস্যরা।