স্টাফ রিপোর্টার: হবিগঞ্জ ইটভাটা শ্রমিক ইউনিয়ন (রেজি: চট্র ২৭৬৮) এর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
সোমবার (১১ জুন) বিকালে সংগঠনের কার্যালয়ে শায়েস্তানগরে এ আলোচনা সভা ও ইফতার কার্যক্রম শুরু হয়।
সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) হোসাইন মোহাম্মদ শামীমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মীর একেএম জমীলুন্নবী ফয়সল, প্রচার সম্পাদক শাহ রাসেল, দপ্তর সম্পাদক শাহজাহান আলী, অর্থ সম্পাদক টিপু সুলতান জাহাঙ্গীর, সদস্য শাহজাহান আলী, মনজুর হোসাইন, দুলাল মিয়া, আবু বক্কর, সাইফুর রহমান, মাসুম মিয়া, মিজানুর রহমান শাহেদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
ইফতার পরবর্তী আলোচনা সভায় ইদের পরে কার্যকরি নতুন কমিটি গঠন করা হবে।