চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে তাজুল ইসলাম নামে এক যুবককে ভ্রাম্যমান আদালতের ৩ মাসের জেল।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা গাজীপুর ইউনিয়নের চেগানগর এলাকায় মদ খেয়ে মাতলামি করার সময় এলাকার লোকজন চেগানগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (৩৫) কে আটক করে থানা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ মাতাল যুবককে নিয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন ইকবাল ভ্রাম্যমান আদালত বসিয়ে তাজুল ইসলামকে মাতলামির অভিযোগে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।