নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার বাতাসর গ্রামের জুয়েলের খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গতকাল বিকেলে জগতপুর প্রাইমারী স্কুল মাঠে এলাকার জনগণের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ আলী আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি ছালিক মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, মুক্তিযোদ্ধা হায়দার আলী, নুরুল হক তালুকদার, বিশিষ্ট মুরুব্বি মুছলিম খান মাস্টার, জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক ক্বারী আলহাজ্ব আব্দুল জলিল।
সমাবেশে অংশগ্রহণ করেন জাতীয় পার্টি নেতা সাবেক মেম্বার আব্দুস সালাম, নিজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার আব্দুর রউফ, শ্রমিক নেতা আব্দুল আজিজ মিয়া, ট্রাক্টর সমিতি শায়েস্তাগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মামুন মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা ম্যাক্সি শ্রমিক নেতা মশিউর রহমান, হবিগঞ্জ সড়ক পরিবহন বাস শ্রমিক ইউনিয়ন জেলা কমিটির যুগ্ম সম্পাদক আবিদুর রহমান আবিদ, মাস্টার জবেদ আলী, শুকড়িপাড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও ওলামা লীগ হবিগঞ্জ সদর উপজেলা শাখার আহবায়ক ক্বারী তৈয়ব আলী। এছাড়াও বাতাসর, শুকড়িপাড়া, হামুয়া, কলিমনগর, জগতপুর গ্রামের জনগণ এতে অংশ নেন। সমাবেশ পরিচালনা করেন শায়েস্তগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড আয়ামী লীগ সভাপতি মেম্বার মজিবুর রহমান মারাজ মিয়া।
নিহত জুয়েলের বাবা আব্দুল গণি সভার শুরুতেই তার ছেলের প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে দাবি জানান। একই সাথে এলাকার বিশিষ্ট মুরুব্বিগণ জুয়েলের খুনীদের দ্রুত গ্রেফতার এবং মামলাটি যাতে ভিন্ন খাতে প্রবাহিত না করা হয় সেজন্য এবং রতনপুর এলাকায় রোড ডাকাতি, জুয়া খেলাসহ যে কোন ধরনের অপরাধীকে ধরতে পুলিশের প্রতি আহবান জানান। সমাবেশে অতিথিগণ জুয়েল হত্যায় শোকাহত জনগণের প্রতি সমবেদনা ও তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, হত্যাকারী যেই হোক তাদেরকে কেউই ছাড় দিতে পারবে না। পুলিশ তাদেরকে ধরে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে উল্লেখ করে তারা বলেন, জুয়েল হত্যকারীদের ধরতে ঘটনার পরপরই পুলিশকে এলাকাবাসী যে সহযোগিতা করেছেন ভবিষ্যতে আপনারা প্রয়োজনে পুলিশকে সহযোগিতা করতে প্রস্তুত থাকুন।