নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগের লোকজন অভিযান চালিয়ে ৬ টি অবৈধ করাতকল জব্দ করে যন্ত্রাংশ খুলে নিয়ে গেছে।
শনিবার (৯ জুন) দুপুরে সহকারী বন সংরক্ষক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বন বিভাগ উপজেলার মনতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬টি অবৈধ করাতকল জব্দ করে যন্ত্রাংশ খুলে নিয়েছে।আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে বন আইনে মামলা হয়েছে।