চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়র বিভিন্ন চা বাগানের ব্যবস্থাপকদের নিয়ে যক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সভা শুরু হয়। এ সভার আয়োজন করে হীড বাংলাদেশ টিবি কেয়ার-২ ।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথ।
বক্তব্য রাখেন টিবি কেয়ার-২ এর ডিটিসি তাপস বারই, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এইচ আই মামুন, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, ডাঃ ফখরুল ইসলাম, চা বাগান ব্যবস্থাপক মাহাবুবুর রহমান, সহকারী ব্যবস্থাপক পল্লব রায়, এমএসই অফিসার প্যাপলিন বিশ্বাস, পিএ ম্যানুয়্যাল ডায়েস, প্রোগ্রাম অফিসার চিশতিয়া আলম, টিসিএ পিটার বারই প্রমুখ।