নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ- হবিগঞ্জ সড়কে বাস উল্টে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ দূর্ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি বাস আলমপুর এলাকায় পৌছলে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় বাসটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়ে ৩০ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে মহিবুর রহমান, সেফুল মিয়া, সুফিয়া খাতুন, সুদিপ্ত সরকার, চম্পা, হামিদ মিয়া, ফুলরাজ বেগম, মাহবুব আলী, সুজন মিয়া, সেলিম মিয়া ও সহিদাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।