নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই গ্রামের ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, সকালে ওই এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে মরদেহটি পরে থাকতে দেখে স্থানীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।