চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা শুক্রবার বিকেলে স্থানীয় ডিসিপি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় উপজেলা পরিষদ একাদশ ও পৌরসভা একাদশ নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে উপজেলা পরিষদ একাদশ ৩-২ গোলে বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, আওয়ামীলীগের সভাপতি পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, কাজী সাফিয়া আক্তার। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোহাম্মদ মাশহুদুল কবীর।
এতে বক্তব্য রাখেন ভাররপ্রাপ্ত মেয়র হরমুজ আলী, কাউন্সিলর সৈয়দ আলী প্রমুখ। খেলা পরিচালনা করেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার রেফারী মোঃ আবুল কাশেম। সহকারী রেফারী ছিলেন শংকর দুলাল দেব ও শাহিন আহমেদ। খেলায় ধারা বিবরনী প্রচার করেন শফিউল আলম শাফী, কাজী আঃ মান্নান মহসিন মান্না ও নাসির উদ্দিন। খেলায় টুর্নামেন্ট সেরা খেলোযার নির্বাচিত হন উপজেলা পরিষদ একাদশের অধিনায়ক ব্যরিষ্টার সায়েদুল হক সুমন।
উল্লেখ, এ টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদ একাদশ অংশ নেয়।