চুনারুঘাট প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চুনারুঘাট পৌর শাখার ইফতার মাহফিল গত বুধবার বিকালে স্থানীয় আল মদিনা জামে মসজিদে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মোঃ আবু তাহির এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা প্রকাশনা সম্পাদক ও চুনারুঘাট উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর ইসলামী ফ্রন্টের সভাপতি প্রভাষক মাওলানা আব্দুস সালাম, উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, উপজেলা সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এস. এম. সুলতান খান, জেলা ছাত্রসেনার সভাপতি মোঃ নূর উদ্দিন ইবনে মালেক, যুবসেনা উপজেলা সভাপতি শফিকুল ইসলাম তরফদার দুলাল, শহীদ আকল মিয়ার বড় ছেলে নাজমুল ইসলাম বকুল, মঝো ছেলে ওয়াহিদুল ইসলাম এমরান, উপজেলা যুবসেনার সহ-সাধারণ সম্পাদক নূর উদ্দিন সুমন, জেলা সহ-সভাপতি মোঃ মামুনুর রশীদ, মোঃ বিলাল মিয়া, উপজেলা সভাপতি রহমত আলী, উপজেলা স্কুল বিষয়ক সম্পাদক মোঃ মখলিছুর রহমান, পৌর ছাত্রসেনার সহ-সভাপতি সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মারজান, অর্থ সম্পাদক সুমন মিয়া, মোঃ হাসান মিয়া, রাকিবুল ইসলাম, রেজুয়ান আহমেদ, মোত্তাকিম, সোহেব, সাকিল, আনসার চৌধুরী, অভি মিয়া প্রমুখ।