নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী পবিত্র ওমরাহ হজ¦ পালন শেষে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরে আসায় ফুল দিয়ে বরণ এবং ভারপ্রাপ্ত মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম’কে দিায় লগ্নে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার বিকালে এক অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে বিদায় শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর সুন্দর আলী, পৌর সচিব আজম হোসেন, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাব রক্ষন কর্মকর্তা শেখ জালাল উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী সহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্তী, কর আদায়কারী ইকবাল আহমদ, সার্ভেয়ার সোহাগ হোসেন, কার্য সহকারী আবু মুছা, প্রধান সহকারী সরাজ মিয়া, সাটঁ লিপিকার সুরঞ্জিত দাশ, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, টিকাদান সুপারভাইজার এলেমান চৌধুরী, বনানী দাশ, সহকারী এ্যাসেসর উমা রানী বনিক, সহকারী লাইসেন্স পরিদর্শক আশিষ দাশ, হিসাব সহকারী জুয়েল চৌধুরী, নিন্মমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক দিপংকর সরকার, অফিস সহায়ক আবু বক্কর, আশফাকুজ্জামান বাচ্চু, শেখ আলা আমিন প্রমূখ।
বিদায়লগ্নে ভারপ্রাপ্ত মেয়র এটিএম সালাম বলেন, সম্মিলিত প্রয়াস ব্যতিত পৌরসভার উন্নয়ন সম্ভবপর নয়। তাই কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনে সচেষ্ট থাকার জন্য তাদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, স্বল্প দিনে দায়িত্বরত অবস্থায় সকলের অক্রান্ত পরিশ্রমের ফলে নাগরিকসেবার মান উন্নয়নে প্রানপণ চেষ্টা করেছি। এই দ্বারা অব্যাহত থাকলে জনদূর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।