শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর ১৯তম প্রযোজনা মঞ্চনাটক ‘অপ্রাকৃতিক প্রকৃতি’। নাটকটি আজ বৃহস্পতিবার ১৯ মার্চ, পরদিন ২০ ও ২১ মার্চ এই ৩ দিন প্রদশর্ন করা হবে দেশমঞ্চে।
প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক শুরু হবে। নাটকটি লিখেছেন ও নিদের্শনা দিয়েছে ড. মুকিদ চৌধুরী এবং সহকারী নিদের্শনায় রাজু বিশ্বাস।
‘প্রকৃতির নিয়মেই চলছে জগৎ সংসার, কোমলে কঠোরে নিজস্ব প্রক্রিয়ায় প্রকৃতি মাতা শাসন করছে পৃথিবী। একদিকে নাটকের মূক্যপাত্রী ‘স্মৃতি’র জীবন ধারাপাত নিপূণভাবে আবর্তিত হয় কাহিনীতে। অন্যদিকে ‘মানব’ চিরন্তন প্রেমের আহ্বানে অধরাকে পাবার আশায় সংসার ত্যাগী হয়, কিন্তু সংসারের মায়ামোহে আবার হয় ঘরমূখো। কবির ভাষায় বলা যায়- ‘যাহা পাই তাহা ভুল করে পাই-যাহা চাই তাহা পাই না’। শত আয়োজন শত প্রচেষ্টা ব্যর্থ হয় প্রকৃতি বিমূখ হলে। বেকসুর প্রকৃতি মাঝে মাঝে হয়ে উঠে অপ্রাকৃতিক।’
সংগঠনের সাধারণ সম্পাদক হারুন সাঁই বলেন, এ নাটকটি অনেকদিন ধরে মহড়া চলছে, তাই নাটকটি প্রদর্শনের জন্য আমাদের নিজস্ব মঞ্চে সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করেছি। দশর্কদের আসন সংখ্যা সীমিত হওয়ায় সংরক্ষিত থাকবে।