নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা শহরে যানজট নিরসনের লক্ষ্যে অটোরিকশা চালক ও ফল ব্যবসায়ীকে জরিমানা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শহরের রাস্তায় অবৈধভাবে পার্কিং করায় দুই সিএনজি অটোরিকশা চালককে ১ হাজার ২ শত টাকা জরিমানা ও পূর্বে সতর্ক করার পরও সরকারি জায়গায় অবৈধভাবে দোকানপাট বসিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা করায় ৩ ফল ব্যবসায়ীর কাছ থেকে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেন।
এ ছাড়াও বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এটিএম সালাম ও পুলিশ।