স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামে ৪ মাসের কন্যা সন্তানের জননী বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি গঠেছে স্বামীর বাড়ীতে। শারমিন আক্তার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপির মানিকপুর গ্রামের লাল মিয়ার মেয়ে।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে পশ্চিম নুরপুরের শ্রমিক লীগের নেতা কবির মিয়ার ভাতিজা ও আব্দুল আলীর ছেলে মো:ফয়সল মিয়ার স্ত্রী মোছাঃ শারমিন আক্তার (২২) বিষ খেলে সঙ্গে সঙ্গে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।সদর হাসপাতাল না রেখে সিলেট রেফার্ট করলে সিলেট যাওয়ার পথে রাস্তায় ফয়সল মিয়ার স্ত্রী শারমিন আক্তার মৃতু বরণ করে।
জানা যায়,প্রায় ১৮ মাস আগে প্রেমের মাধ্যমে তাদের বিয়ে হয়।তাদের রয়েছে ৪ মাসের কন্যা সন্তান। স্থানীয়রা আরো জানায় শারমিন আক্তার সকলের চোখ ফাঁকি দিয়ে বিষ খেয়ে চটপট করতে তাকলে হাসপাতাল নিয়ে গেলে রাস্তায় মারা যায়।
এলাকায় অনেক কানাগুসা চলছে অনেকেই বলছেন ভালবাসার মানুষকে বিয়ে করার পরও আজ ফুটফুটে একটি ৪ মাসের কন্যা সন্তান কে রেখে বিষ খেয়ে মরতে হল এই হতভাগির।রাত সাড়ে ৯টার দিকে স্বামী ফয়সল মিয়ার বাড়ী থেকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে পরে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।