হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে ফাহিমা আক্তার (১৮) নামে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ জুন) বিকেলে উপজেলার করাব ইউনিয়নের গুণীপুর গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
নিহত ফাহিমা একেই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
রবিউল ইসলাম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ফাহিমার শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন।
এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।