ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
শুক্রবার (১ জুন) সকাল ৮টা থেকে কমলাপুর স্টেশন থেকে ১০ জুনের টিকিট দেওয়া হচ্ছে।
এভাবে সিডিউল অনুযায়ী ২ জুন শনিবার পাওয়া যাবে ১১ জুন সোমবারের টিকিট, ৩ জুন রোববার পাবে ১২ জুনের, ৪ জুন সোমবার ১৩ জুনের, ৫ জুন মঙ্গলবার পাওয়া যাবে ১৪ জুন বৃহস্পতিবারের এবং সর্বশেষ ৬ জুন দেওয়া হবে ১৫ জুন শুক্রবারের অগ্রিম টিকিট।
রেল কর্তৃপক্ষ জানান, একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। ঈদের এই অগ্রিম টিকিট ফেরতযোগ্য নয়। টিকিট বিক্রয়কালে নির্ধারিত চলতি কাউন্টার থেকে প্রতিদিনের যাত্রার টিকিট ক্রয় করা যাবে।
সুবর্ণ এক্সপ্রেস ও সোনারবাংলা ট্রেনে কোনো আসনবিহীন টিকিট দেওয়া হবে না।
অন্যান্য ট্রেনের ক্ষেত্রে শুধুমাত্র যাত্রীর অনুরোধে আসনবিহীন টিকিট দেওয়া হবে।
এদিকে টিকিট নেওয়ার জন্য কমলাপুর রেলস্টেশনে যাত্রীরা ভিড় জমাচ্ছেন।