স্টাফ রির্পোটার : আব্দুর রশিদ তালুকদার ইকবাল ৫ম বারের মত হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরে সুনাম ধন্য ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ মে) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের পরিচালনায় নির্বাচিত সকল অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্তা সভায় অভিভাবক প্রতিনিধি শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আব্দুল্লাহ আল মামুন, পৌর কাউন্সিলর মোঃ সাইদুর রহমান, মোঃ ইব্রাহিম মিয়া, শিউলী বেগম এবং শিক্ষক প্রতিনিধি, মীর ইখলাছুর রহমান, আলী হায়দার সেলিম, হেলেন আক্তার সহ সকলের সর্বসম্মতিক্রমে হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবালকে সভাপতি নির্বাচিত করা হয়।
অপর দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক অভিভাবক সদস্য আব্দুর রাজ্জাক,মামুন মিয়া, আব্দুল খাঁ, লিলু মিয়া, বাবুল মিয়া, বিদ্যালয়ের শিক্ষক মোঃ সাজ্জাত মিয়া সাজু, শাহরিয়ার ডালিম, আজিজুর রহমান লিটন, আরিফুল ইসলাম, ফয়সাল আহম্মদ, দেব যানি ধর বর্ষা প্রমুখ।