চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক তরফ বার্তার সম্পাদক ও চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী ও প্রেসক্লাব সদস্য ফখরুদ্দিন চৌধুরী আব্দালের পিতা আলহাজব নুর মিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ প্রতিদিন পরিবার। শোক জানিয়েছেন সম্পাদক মন্ডলীর সভাপতি নাজিম উদ্দিন তাজুল, সম্পাদক ও প্রকাশক এস আর রুবেল মিয়া, বার্তা সম্পাদক খন্দকার আলাউদ্দিন, বার্তা ইনচার্জ জসিম উদ্দিন। শোক বার্তায় নেতৃবৃন্দ আলহাজ্ব নুর মিয়া চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।