স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রাম থেকে আতাউর রহমান (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকালে সুজাতপুর পুলিশ ফাড়ির এসআই লোকমান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সে ওই গ্রামের মৃত হাজী আব্দুল আজিজের পুত্র।
পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তীরের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, প্রায়ই টাকা নিয়ে পরিবারের লোকজনের সাথে তার দিদ্বদন্ধ ছিল। এ ব্যাপারে সুজাতপুর ফাড়ির ইনচার্জ আল আমিন জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।