স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার শিবপাশা এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ছমির উদ্দিনের ছেলে এরশাদ মিয়া (২২) ও একই উপজেলার বড়ইউড়ি গ্রামের নাঈম উদ্দিনের ছেলে শাকীল মিয়া (২০)।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, রাতে সংঘবদ্ধ ডাকাতদল বংশিবপাশা এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয় জনতা ও পুলিশ মিলে উল্লেখিত দুইজনকে আটক করে। এ সময় কয়েকজন পালিয়ে যায়।