নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওলিপুরে প্রাণ কোম্পানির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রাণ কোম্পানির শ্রমিকদের ডিউটি শেষে নামিয়ে দিয়ে কারখানার সামনে বাসটি (মেট্টো-ব-১৪-০০৫২) দাঁড় করিয়ে রাখা ছিল। এ সময় কে বা কারা খালি বাসে অগ্নিসংযোগ করে। এতে বাসটির কিছু অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইয়াছিনুল হক জানান, এটি নাশকতা নয়। প্রাণের স্টাফ বাসে থাকা শ্রমিকদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষ হয়। এ সময় সিগারেট থেকে সামান্য আগুন লেগে থাকতে পারে।
বাস চালক আবু তাহের জানান, ওই সময় তিনি চা খেতে একটি দোকানে যান। তখন ফিরে এসে দেখেন তার বাসে কে বা কারা বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে।