ছনি চৌধুরী , নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ শহরতলীর বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যানবাহনের চালকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী’র যৌথ নেতৃত্বে ও নবীগঞ্জ থানার এস আই শামছুল ইসলামের সহযোগীতায় নবীগঞ্জ শহরের বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় গোপেশ রায় দুই হাজার,অরেবিন্দু দুই হাজার,মুনস্টার রেস্টুরেন্ট তিন হাজার,সাবাজ মিয়া দুই হাজার,টমটম চালক সোনা মিয়া দুইশত, ফুরুক চৌধুরী দুইশত ও ঝান্টু পালকে একশত টাকা জরিমানা আদায় করা হয়।
এবিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান বলেন,অভিযান অব্যাহত থাকবে রমজান মাসে যানজট নিরসনে অবৈধ স্ট্যান্ড ও বিভিন্ন রেস্টুরেন্টের ওপর নজরদারী রাখা হবে ।