স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরের সুনামধন্য ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির ৩ জন শিক্ষক ও ৫ জন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসার ও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রিজাইডিং অফিসার ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষনা পর বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সদস্যদের মনোনয়ন পত্র সংগ্রহ এবং দাখিল করে নির্বাচনে প্রস্তুতি নিয়ে প্রার্থীরা প্রচরণা চালিয়ে যায়।
এদিকে ৪জুন নির্বাচন এগিয়ে আসলে হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার মোঃ জিয়াউদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের পরিচালনায় ২৪ মে বিদ্যালয় প্রাঙ্গনে সকল নির্বাচনী প্রার্থী নিয়ে আলোচনা সভা হয়। পরে ৭ জন অভিভাবক প্রতিনিধি প্রার্থী আলোচনা মধ্যদিয়ে সমঝোতা হলে ৩জন প্রার্থী বর্তমান কমিটির মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক কমিটি মোঃ মেরাজ আলী, নবগঠিত প্রার্থী মোঃ বাবুল মিয়া মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলে ৪ জন বিদ্যালয় পরিচালনা কমিটি অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন।
নির্বাচিতরা হলেন – ২য় বারের মত বর্তমান কমিটির অভিভাবক সদস্য শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, মোঃ ইব্রাহিম মিয়া, নবগঠিত পৌর কাউন্সিলর মোঃ সাইদুর রহমান।উক্ত নির্বাচনে মহিলা সংরক্ষিত অভিভাবক সদস্য প্রার্থীরা থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় ২ বারের মত শিউলী বেগম সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হন। অপর দিকে বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সমঝোতা মধ্যদিয়ে ৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন। তারা হলেন – মীর ইখলাছুর রহমান, আলী হায়দার সেলিম, হেলেনা আক্তার প্রমূখ।