নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম এর সভাপতিত্বে গতকাল সোমবার সকালে পৌরসভার হল রুমে পৌরসভা স্থায়ী শুমারি কমিটির এক সভা অনুষ্টিত হয়েছে।
ন্যাশনাল হাউজমেন্ট ডাটাবেইজ (এনএইচভি) প্রকল্পের ৩য় ফেইজের জোনাল অপারেশন উপলক্ষে অনুষ্টিত এ সভায় উপস্থিত ছিলেন পরিসংখ্যান বুরে্যা হবিগঞ্জের উপ পরিচালক রাশেদ-ই-মাসতাহাব, পৌর সচিব আজম হোসেন, কাউন্সিলর আব্দুস ছালাম, আলা উদ্দিন, সুন্দর আলী, জাকির হোসেন, কবির মিয়া, জায়েদ চৌধুরী, হিরা মিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক এটিএম বশির আহমদ স্বপন, আর্দশ প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, ফারজানা আক্তার পারুল, সৈয়দা নাসিমা বেগম, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ প্রমূখ।
সভায় আগামীতে পৌর এলাকায় শুমারি কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সভার সভাপতি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এটিএম সালাম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের পাশাপাশি খানা শুমারি শুরু হতে যাচ্ছে। এটা যাতে নির্ভুল হয় সে ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন।