ফারুক মিয়া, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার বিকাল ৪টায় চুনারুঘাট উত্তর বাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে চুনারুঘাট উপজেলা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক বাকী বিল্লাহ তরফদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আগামী জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাধব রায়, দপ্তর সম্পাদক সাজু মিয়া, সদস্য আসাদুজ্জামান গেদু, শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল হোসেন খাঁন, বীর মুক্তিযোদ্ধা দুর্গেশ চন্দ্র ধর, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন ইদ্রিছ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা ইমারত আলী, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, আঃ মন্নান, শেখ মোঃ শফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক মিয়া, সাংবাদিক আব্দুল হাই প্রিন্স, বাবরু মিয়া প্রমুখ।
সভায় অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, চুনারুঘাট-মাধবপুর (হবিগঞ্জ-৪) আসনের সংসদ পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিমকে আগামী নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চান। চুনারুঘাট মুক্তিযোদ্ধাদের আয়োজিত ইফতার মাহফিলের এ কথাগুলো বলেন মুক্তিযোদ্ধারা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট তাদের আবেদন বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিমকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুনারুঘাট-মাধবপুর (হবিগঞ্জ-৪) আসনের আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য জনসাধারণের দাবি জানান।