রায়হান আহমেদ, চুনারুঘাট : চুনারুঘাটে ভূমি সেবা সপ্তাহ ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে এ উপলক্ষে চুনারুঘাট উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী নিয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তারের পরিচালনায় এতে বক্তব উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা ভূমি অফিসের কানুনগো মো: বশির আহমদ, সার্ভেয়ার মো: মনিরুজ্জামান, প্রধান সহকারী মানিক চন্দ্র কর, সদর ইউপি ভূমি উপ-সহকারী রিপন সিংহ, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নিরঞ্জন প্রমুখ।