আজিজুল হক নাসিরঃ মাদক পাচারে অভিনব কৌশল ব্যবহার করেও পুলিশকে ফাঁকি দিতে পারলনা কারবারী। কাঠের বক্সে অতি কৌশলে রেখেছিল মাদকের পুটলা গুলো। বাহির দেখে মনে হচ্ছিল গাছের টুকরো। তাই নিয়ে সিএনজি করে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা করেছিল চুনারুঘাট উপজেলার গনকিরপাড় গ্রামের চাঁন মিয়ার পুত্র মনির হোসেন (২৫)।
এরই মধ্যে গোপন সংবাদ চলে আসে চুনারুঘাট থানায়। একদিকে এসআই সুমনুর রহমানের নেতৃত্বে অপর দিকে এসআই আলমাস মিয়ার নেতৃত্বে চুনারুঘাট থানার দুটি দল দুই দিক থেকে ঘিরে ফেলে সিএনজিটিকে।
চুনারুঘাট উপজেলার আমু চা বাগানস্থ বেলাবিল ও ছন্ডিছড়া রোডের মাঝে আটকে দেয় সিএনজিটিকে। সিএনজিতে গাছের টুকরোর মত দেখতে তিনটি বক্স পায় তারা। উপস্থিত জনতার সামনেই চারপাশে পেরেক মারা একটি বাক্স খুলতেই দেখা যায় এর ভিতরে গাজার পুটলা গচ্ছিত রাখা। বাকী গুলো থানায় নিয়ে গিয়ে খুলে একই কায়দায় প্রতিটিতে ৩ কেজি করে মোট ৯ কেজি গাজা উদ্ধার করা হয়। আটক করা হয় গনকিরপাড় গ্রামের চান মিয়ার পুত্র ব্যবসয়ী মনির (২৫) কালামন্ডল গ্রামের মৃতঃ করিমের পুত্র ড্রাইভার দুলাল( ২১) ও নাম্বার বিহীন সিএনজিকে।ঘটনাটি ঘটে ২৭ মে বেলা আড়াইটায়।