স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছে। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে পুণরায় নির্বাচিত করতে হবে। আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ড জনগণের মাঝে তুলে ধরতে হবে। রবিবার হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, পাকিস্তানের দোসর স্বাধীনতাবিরোধী চক্র জামায়াত-বিএনপি দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত, জঙ্গিবাদের উত্থান ঘটানোসহ বিদেশে বসে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট এবং বিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জবেদ আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তৃতা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক ও সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল। এছাড়াও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, উপ প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আব্দুল আউয়াল তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমুখ।