হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের বড় বহুলা থেকে ৪০ পিছ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০ টায় তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল সদর উপজেলার আষেঢ়া ফান্দ্রাইলের রনধীর চক্রবর্তীর পুত্র রাজু চক্রবতী (২৬) ও শহরতলীর মোহনপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের পুত্র রিপন মিয়া (৩০)।
বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সদর থানার এস আই শাহিদ ও ধ্র“বেশ চক্রবর্তী গতকাল উল্লেখিত সময়ে বড় বহুলা এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ তাদেরকে ৪০ পিছ ইয়াবাসহ হাতে নাতে আটক করে।