চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বন মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামী ফরিদ মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোর রাতে চুনারুঘাট থানার এস.আই হরিদাসের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিজ বসতবাড়ী থেকে তাকে গ্রেফতার করে। ফরিদ উপহজেলার গাজীপুর ইউনিয়নের কবিলাসপুর গ্রামের মৃত জহুর আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, বন মামলার পলাতক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টের আসামী ফরিদ মিয়া এতদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে পালিয়ে ছিল। কুখ্যাত বনদস্যু ফরিদ মিয়ার বিরুদ্ধে ২০টি বন মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল।
বুধবার দুপুর ১২টার দিকে তাকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বনদস্যুদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।