চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে আল ইখওয়ান ইসলামী যুব সংঘের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে চুনারুঘাট পৌরশহরের দিদার ম্যানশনে শুক্রবার ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মোঃ জামাল হোসেন লিটন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, ব্যকস সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান মাসুদ,আলহাজ্ব মাওলানা আতাহার আলী, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা হারুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আবু নাঈম আলীম, পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আসিফ ইকবাল দুলাল, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, অনলাইন প্রেসক্লাবের সভাপতি আলী আমজাদ, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ওয়াহিদুল ইসলাম এমরান, উস্তার মিয়া, সংগঠনের সভাপতি হাফেজ হারুনুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মিলন, সংগঠনের সাবেক সভাপতি শাহাব উদ্দিন, খাইরুল ইসলাম প্রমুখ।