চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক তরফ বার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী পিতা আলহাজ্ব নুর মিয়া চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে চুনারুঘাট উপজেলা ঈদগা ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন শায়খুল হাদিস আল্লামা হাফেজ তোফাজ্জল হক।
অন্যান্যদের মধ্যে জানাজার নামাজে অংগ্রহন করেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্বর, চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, হবিগঞ্জ বাস মালিক সমিতিরি সভাপতি ফজলুর রহমান চৌধুরী, চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, , সাংবাদিক আবুল কালাম আজাদ, করাঙ্গীনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, সাংবাদিক কাজী সুজন প্রমূখ।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের নিজবাড়িতে ইন্তেকাল করেছেন সম্পাদক ফারুক চৌধুরী পিতা আলহাজ্ব নুর মিয়া চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।