নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী পবিত্র ওমরাহ্ হজ¦ব্রত পালনের জন্য আজ বুধবার সৌদিআরব এর উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন। তিনি আগামী ৭ই জুন দেশে ফেরার কথা রয়েছে।
ফলে আজ বুধবার থেকে নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। এটিএম সালাম নবীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড থেকে তৃতীয় বারের নির্বাচিত কাউন্সিলর এবং বর্তমান পরিষদের ১ নং প্যানেল মেয়র। তিনি ১৯৭১ইং সালের ১৮ ফেব্রুয়ারী পৌর এলাকার রাজাবাদ গ্রামের এক সন্ত্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম মফজ্জুল আলী ও মাতা মরহুমা আরবজান বিবি। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়া এটিএম সালাম নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সাথে জড়িত। নবীগঞ্জ পৌরসভার টেন্ডার কমিটি, নগর পরিকল্পনার নাগরিক সেবার উন্নয়ন বিষয়ক কমিটি এবং তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্œ সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত। এদিকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে এটিএম সালাম বাংলাদেশ আওয়ামীলীগসহ নবীগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগিতার কামনা করেন।