স্পোর্টস ডেস্ক : ২৩ সদস্যের আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা করেছেন দলটির কোচ হোর্হে সাম্পাওলি।
দলে চমক বলতে পাওলো দিবালার সুযোগ পাওয়া, একই সঙ্গে ইন্টার মিলানের হয়ে অবিশ্বাস্য ফর্মে থাকা মাওরো ইকার্দির জায়গা না পাওয়া। ইকার্দি এ মৌসুমে ইন্টারের হয়ে ৩৪ ম্যাচে ২৯ গোল করেছিলেন। ইউরোপের সব লিগে এক মেসি ছাড়া অন্য কোনো ফরোয়ার্ডেরই এত গোল নেই।
দল বাছাই নিয়ে সাম্পাওলি বলেছেন, ‘এখানে প্রতিশ্রুতিশীল অনেক তরুণ আছে। অভিজ্ঞরা তাদের কী শিক্ষা দিতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের ভালোভাবে প্রস্তুত হতে হবে। কারণ, আমার স্বপ্ন হলো এমন এক আর্জেন্টিনা গড়া যারা এ দলের খেলোয়াড়দের থাকা প্রতিভার সদ্ব্যবহার করতে পারে।’ ইকার্দির গোল করার ক্ষমতাটা তাহলে দরকার হচ্ছে না সাম্পাওলির!
আর্জেন্টিনার বিশ্বকাপ দল:
গোলরক্ষক: সার্জিও রোমেরো, ফ্রাঙ্কো আরমানি, উইলি কাবায়েরো
ডিফেন্ডার: ক্রিস্টিয়ান আনসালদি, মার্কোস রোহো, মার্কোস আকুনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল মারকাদো, নিকোলাস ওটামেন্ডি, হাভিয়ার মাচেরানো, ফেডেরিকো ফ্যাজিও।
মিডফিল্ডার: এভার বানেগা, লুকাস বিলিয়া, এডুয়ার্ডো সালভিও, ক্রিস্টিয়ান প্যাভন, ম্যাক্সিমিলিয়ানো মেজা, অ্যাঙ্গেল ডি মারিয়া, ম্যানুয়েল লানজিনি, জিওভানি লো সেলসো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন।