মোঃ সুমন আলী খাঁন, নবীগঞ্জ থেকে ॥ দেশের যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে প্রতিশ্রুতি অনুযায়ী আরও ২৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করণ করেছে সরকার। যার মধ্যে সিলেট বিভাগের ৫টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে।
এরমধ্যে নবীগঞ্জের শতবর্ষের ঐতিহ্যবাহী সু-প্রাচীন বিদ্যাপিট নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয়। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। সরকারি করণ বিদ্যালয় গুলোর মধ্যে সিলেট বিভাগের ৫টি বিদ্যালয়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, এ সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমর্রত কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না।
প্রসঙ্গত, দেশের প্রতি উপজেলায় একটি করে বেসরকারি স্কুল ও কলেজ সরকারিকরণের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন। এরপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, ৩ শত ১৫টি উপজেলায় হাই স্কুল এবং ৩ শত ২১টি উপজেলায় সরকারি কলেজ নেই। প্রধানমন্ত্রীর ঘোষণার পর বিভিন্ন দফায় ১ শত ৯৯টি বেসরকারি কলেজ এবং ৩ শত ৩টি হাইস্কুল জাতীয়করণের ব্যাপারে প্রধানমন্ত্রী নীতিগত অনুমোদন দিয়েছেন। দেশে বর্তমানে ৩ শত ৩৫টি সরকারি হাইস্কুল এবং ৩ শত ৩১টি কলেজ রয়েছে। এর সঙ্গে নতুন করে ২৪টি সরকারি হাইস্কুল যুক্ত হলো।