মোঃ সুমন আলী খাঁন, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।
এতে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউল গনি ওসমানী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, থানার ওসি (অপারেশন) মোঃ নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমদ জাবেদ, বজলুর রশীদ, সত্যজিৎ দাশ, ছাইম উদ্দিন, মুহিবুর রহমান হারুন, নজরুল ইসলাম, আবু সিদ্দিক, সামসুল ইসলাম সুজন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সমাজ সেবা কর্মকর্তা আব্দুর নুর, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারি, সহকারী শিক্ষা কর্মকর্তা অজয় কুমার দাশ, পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, শেখ ছইফা রহমান কাকুলী, শিক্ষক আশরাফুল আলম প্রমূখ।
সভার প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধরী- উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে সংঘটিত জোড়া খুনের ঘটনায় দ্রুত রহস্য উদঘাটনের জন্য হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরাসহ পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান এবং বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামের শ্বশানঘাট কালী মন্দিরের মূর্তি ভাংচুর ও দান বাক্স লুটের ঘটনায় এখনো রহস্য উদঘাটন না করতে পারায় ক্ষোভ প্রকাশ করেন এবং তার সাথে জড়িত দোষীদের আইনের আওতায় এনে দুষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি আরো বলেন, পৌর এলাকার ওসমানী রোড অভয়নগর শেরপুর, রুদ্্রগ্রাম সড়কের বেহাল দশা এবং সিলেট মৌলভীবাজারের বাস সালামতপুর নির্দিষ্ট বাস ষ্ট্যান্ড অতিক্রম করে শহরের ব্যস্ততম নতুন বাজার আব্দুল মতিন স্কয়ারে পার্কিং করে রাজা কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে যাত্রী উঠা-নামা করায় যানজট তীব্র থেকে তীব্রতর হয়ে জনজীবন অতিষ্ট হয়ে উঠছে। নতুন বাজার রোড ডিভাইডারের দুপাশে অবৈধ মাছ সবজির দোকান বসানোর কারনে পরিবেশ বিপন্ন হচ্ছে। দ্রুত যানজট নিরসনে প্রয়োজনীয় নেয়ার জন্য আহবান জানানো হয়।
এছাড়াও সভায় মাদকের বিরুদ্ধে কঠোর হতে প্রশাসনকে আরো জোরদার পদক্ষেপ নেয়ার উপর গুরুত্বারোপ করা হয় এবং সভায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনার উপর গুরুত্বারোপ করা হয় এবং পবিত্র রমজানে গ্রাহকরা যাতে নিরলস বিদ্যুৎ সেবা পায় সে ব্যাপারে উদ্যোগী হওয়ার আহবান জানানো হয়।