অপু দাশ: আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের (আটপাড়া) গ্রামে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে ৭জন মাদকসেবনকারীকে গ্রেফতার করেছে শিবপাশা পুলিশ।
পুলিশ সুত্রে জানায়, গত ২০ মে রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে এএসআই ইব্রাহীম খলিল, এএসআই সুমন সিংহ, কনেস্টেবল সুহেল ও রিন্টু ভূষনসহ একদল পুলিশ আজমিরীগঞ্জ থানাধীন শিবপাশা ইউনিয়নের (আটপাড়া) গ্রামে রমজান আলীর ঘরের উঠানে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় মো: কিরন মিয়া (৩০),মো: শাহাব উদ্দিন (৪৮),আখের মিয়া (৪৮),বাবুল মিয়া (৩৮), মো: মোহন মিয়া (৫০),রুফ মিয়া (৫২),আব্দুল আজিজ (৫৬) কে ৩০০গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
আটককৃত আসামীরা হল কিরন মিয়া শিবপাশা গ্রামের নয়াবাড়ির হেকমত উল্লার পুত্র, শাহাব উদ্দিন শিবপাশা গ্রামের উত্তরবাড়ির মৃত নিয়মত উল্লার পুত্র, আখের মিয়া শিবপাশা গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র, বাবুল মিয়া শিবপাশা গ্রামের হারিছ মিয়ার পুত্র, মোহন মিয়া শিবপাশা গ্রামের মৃত জজ মিয়ার পুত্র, রুফ মিয়া শিবপাশা গ্রামের পশ্চিমপাড়া মৃত মোস্তফা মিয়া পুত্র, আব্দুল আজিজ শিবপাশা গ্রামের পশ্চিমপাড়া মৃত আব্দুর রাজ্জাকের পুত্র, সবাই আজমিরীগঞ্জ থানার হবিগঞ্জ জেলার। এর সত্যতা নিশ্চিত করেন শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাঈদ আহমেদ।