এস এম আমীর হামজা,নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ পৌরসভার শিবপাশা থেকে উপজেলার আইনগাঁও পর্যন্ত জনবহুল পাকা রাস্থাটি খানা-খন্দে ভরে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন জনগন দীর্ঘ ৯কি.মি রাস্থাটি দিন দিন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে দেখার যেন কেউ নেই।
বিশ্বরোডের বাইপাস সড়ক হওয়াতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে দিবা-রাত্রী ছোট বড় হাজারো যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে দিনারপুর পরগনা ও বাউসা ইউনিয়নের হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র অবলম্বন।রাস্থাটি খানা-খন্দে ভরে যাওয়ায় প্রতিনিয়তই দূর্ঘটনা ঘটে লোখ জন আহত হয়। রাস্থাটি দীর্ঘদিন যাবৎ সংস্কার কাজ না করায় প্রায় অনেক জায়গাতে পাকার চিহ্ন খুঁজে পাওয়া যায়না।
রাস্থায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।একটু বৃষ্টি হলেই রাস্তার খানা-খন্দে পানিতে ভরে যায়। কাদা পানি ভেদ করে যানবাহন চলাচল করতে হয়। হাজার হাজার মানুষ নানান প্রতিকূলতা আর জীবন ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে এ সড়কে। হরিধরপুর শাহ্ তাজ উদ্দীন কুরেশি (রহ.) উচ্চ বিদ্যালয়,ধুলচাতল তাজিয়া মোবাশ্বীরিয়া আলিম মাদ্রাসা দিনারপুর কলেজ, দিনারপুর উচ্চ বিদ্যালয়সহ অসংখ্য সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোর শিক্ষার্থী,শিক্ষক,সরকারি চাকুরীজিবী, ব্যাবসায়ীসহ বিভিন্ন পেশার লোখজনকে এই রাস্তা দিয়েই চলাচল করতে হয়।
প্রায় লাখো মানুষের চলাচলের মাধ্যম এই সড়ক বিগত কয়েক বছর পূর্বে গুরুত্ব বিবেচনা করে করণ করা হলেও আজ পর্যন্ত সংস্কার করা হয়নি। তাই খানা-খন্দে ভরে গিয়ে দিন দিন চালা চলের অযোগ্য হয়ে পরেছে।
বিশ্বরোডের সাথে নবীগঞ্জ শহরের একমাত্র বাইপাস সড়ক হওয়ায় ট্রাক, ট্রাক্টর, অটো ভ্যান,ব্যাটারিচালিত অটো রিক্সা, সিএনজি প্রতিনিয়ত চলাচল করলেও অনেক যানবাহন ইতোমধ্যেই কমে গেছে। ফলে যানবাহনের উপর নির্ভরশীল কলেজ, স্কুল, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী ও শিক্ষক,ব্যাবসায়িসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এই সড়কে প্রতিদিন এলাকার হাজারো সিএনজি চালাচল করে।সিএনজি চালকদের পরিবারের জীবিকা সংগ্রহ করার একমাত্র বাহন এই সড়ক। এলাকাবাসীর কাছে এই রাস্তা সম্পর্কে যানতে চাইলে বলেন প্রায় ৮ /৯ বছর আগে রাস্তা হয়েছে কিন্তু একন পর্যন্ত কোন পরিবর্তন হয়নি জনপ্রতিনিধিদের মুখের কথা ডিসেম্বর মাসে হয়বে জানুয়ারি মাসে হবে ২ মাসের মধ্য হবে শুনতে শুনতে কানে আর সহ্য হয় না ।
যানবাহন চলাচল করতে শিবপাশা সিএনজি শ্রমিক সংগঠনের নিজ অর্থায়নে কয়েক মাস পর পরেই তারা ইটা বালী ও মাটিদিয়ে সংস্কার করে।কিন্তু তা উর্দে ১৫ দিন পরেই যেইসেই হয়ে যায়। রাস্তাটি দ্রুত সংষ্কারের দাবী এলাকা বাসীর।