এ ব্যাপারে গাড়ি চালক বানিয়াচং থানার নন্দিপাড়া গ্রামের হিরন দাশের ছেলে পিন্টু দাশ জানান, গাড়ি নিয়ে ওই স্থানে পৌছা মাত্র দেখলাম রাস্তার ডান পাশে একটি ছেলে কালো কোট ও জিন্সের পেন্ট পরিহিত দাড়িয়ে আছে। বাসটি তার কাছাকাছি পৌছামাত্র আগুন লাগিয়ে বোমাটি ছুড়ে মারে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।গাড়ীর যাত্রী আউশকান্দি জামে মসজিদের ইমাম মাওঃ খালেদ সাইফুল্লাহ এবং সৈয়দপুর জামে মসজিদের ইমাম মাওঃ জুবায়ের আহমদ জানান, রাস্তার ডান দিক থেকে ছেলেটি বোমাটি ছুড়ে মেরেই দ্রুত চলে গেছে।