নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জে পৃথক সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। তাদেরকে অনেককেই নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার সকাল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত। পারিবারিক বিরোধ, জমি সংক্রান্ত বিরোধ ও ছোট বা””াদের বিরোধ নিয়ে এসব সংঘর্ষের সুত্রপাত হয়েছে।
এতে আহত হয়েছেন, উপজেলার জন্তরী গ্রামের আব্দুল বশির মিয়ার পুত্র হিরন মিয়া(৩৪), বড় শাকোয়া গ্রামের জিয়াউর রহমানের স্ত্রী সাদিয়া বেগম(২৭), সাদুল্লাপুর গ্রামের আলীনুর মিয়ার পুত্র আলফাছ মিয়া(২২), গুমগুমিয়া গ্রামের সিদ্দিক মিয়ার পুত্র বজলু মিয়া(২১), শেরপুর গ্রামের মোঃ শাহেদ আলীর স্ত্রী হামিদা বেগম(২৫), বরকতপুর গ্রামের সুজন মিয়ার স্ত্রী মুমিনা বেগম(২৬), পশ্চিম তিমিরপুর গ্রামের মোঃ হেলাল মিয়ার পুত্র হোসাঈন মিয়া(১০), সাদত খাঁ এর পুত্র শিপন খাঁ (৩০), হরিধরপুর গ্রামের কুরুশ মিয়ার পুত্র জিলু মিয়া(১০), গজনাইপুর গ্রামের আবু তাহেরের স্ত্রী মোছাঃ রাজনা বেগম(৩২), শের ফরাজপুর গ্রামের ক্বারী মাহবুব রহমানের স্ত্রী নাজমা বেগম(৪০), কন্যা ফাহিমা বেগম(২০), নাঈমা আক্তার (১৪), বনগাঁও গ্রামের মৃত আব্দুল বারিক মিয়ার পুত্র দিদার আহমেদ(২১), আবুল কালাম মিয়ার কন্যা শারজানা আক্তার(১৬), মৃত হাজী মীর বক্স এর পুত্র আব্দুল মন্নান(৬৫) ও রিফাতপুর গ্রামের রাজকিশোর দাশের পুত্র নয়ন দাশ(২৩)।
তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে অনেককে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।