নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ সদরের বাজারে ভোক্তা অধিকার আইনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত বেকারী ব্যবসায়ী অজয় রায়কে ৫ হাজার টাকা, রেস্টুরেন্ট ব্যবসায়ী রিতেষ রায়কে ৫ হাজার টাকা, গুরুপদ মোদককে ১ হাজার ৫ শত টাকা, হোটেল ব্যবসায়ী কবির মিয়াকে ১ হাজার টাকা ও শাহী রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা অর্থদন্ড করেন।ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে আজমিরীগঞ্জ থানা পুলিশ।