মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া বেকুইয়া বাজারে যৌতুকের জন্য শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শাশুড়িকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের দুবাই প্রবাসী মোঃ জাফর আলীর মেয়ে জিন্নাত আক্তারকে (২০) প্রায় ৮/৯ মাস আগে একই উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া আব্দুর রহমানের ছেলে রিপন মিয়ার সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের সময় কিছু স্বর্ণালঙ্কার ও নগদ ২৫ হাজার টাকা দেয়ার কথা ছিল। কথা অনুযায়ী স্বর্ণালঙ্কার ও নগদ ১০ হাজার টাকা দেয়া হয়। বাকী টাকা পরিশোধের জন্য কয়েক দিন সময় নেয়া হয় বর পক্ষ থেকে। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুক লোভি স্বামী রিপন যৌতুকের বাকী টাকা বাবার বাড়ি থেকে এনে দেয়ার জন্য স্ত্রীকে চাপ দেয় এবং শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে।
জিন্নাত নির্যাতন সহ্য করতে না পেয়ে ৪ দিন আগে স্বামীর বাড়ি থেকে পিতার বাড়ি চলে আসে।
সোমবার বিকেলে ৫ হাজার টাকা নিয়ে স্বামীর বাড়ি যায়। কিন্তু রিপন এ টাকায় সন্তুষ্ট হতে না পেরে রাতে জিন্নাতকে খাবার না দিয়ে শারীরিকভাবে মারধোর করে। জিন্নাত না খেয়ে ঘুমিয়ে পড়লে গভীর রাতে রিপন জিন্নাতের শরীরে দাহ্য পদার্থ ঢেলে দেয়।
এতে জিন্নাতের গলা থেকে নিম্নাংশ কালো হয়ে যায়।
এ সময় তার শোর চিৎকারে আশপাশের লোকজন ও রিপনের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন।
এ সময় রিপন ও তার পরিবারের সদস্যরা তাকে ক্লিনিকে রেখে পালিয়ে যায়।
মঙ্গলবার ভোরে জিন্নাতের মা ও অন্যান্য আত্মীয়-স্বজন তাকে ঢাকা নিয়ে যাওয়ার পথে রাস্তায় সে মারা যায়। স্বজনরা জিন্নাত সত্যিই মারা গেছে নাকি বেঁচে আছে নিশ্চিত হতে পুনরায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হিতাংশু শেখর পাল পরীক্ষা নিরীক্ষা করে জিন্নাতকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, দাহ্য পদার্থ ঢেলে জিন্নাতকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কিন্তু কি ধরনের দাহ্য পদার্থ তা ময়না তদন্ত রিপোর্ট ছাড়া বলা যাবে না।
খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শহিদুল্লাহ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে জিন্নাতের চাচা এনাম খাঁ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জিন্নাতের শাশুড়ি জমিলা খাতুনকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হোসেন জানান, ঘাতক স্বামীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।